• Profile picture of Kamal

    Kamal

    5 months, 1 week ago

    ক্লাস নাইন-টেন ছিল আমার গণিত শেখার সুবর্ণ সময়। তৎকালীন ভৈরব কেবি পাইলট হাই স্কুলের গণিত শিক্ষক জনাব হামিদ স্যার ছিলেন আমার অত্যন্ত প্রিয় একজন আদর্শ শিক্ষক। তাঁর হাতেই আমার সহজ বাংলা ভাষায় বীজগণিত ও উচ্চতর গণিতের হাতেখড়ি। স্যার ক্লাসে অত্যন্ত উঁচু মানের ক্লাস নিতেন। বন্ধুদের দেখাদেখি স্যারের বাসায়ও প্রাইভেট পড়তে যেতাম। দশম শ্রেণীর পাঠ চুকিয়ে বিদায়ী দিনে স্যারের সাথে আমার একমাত্র স্মৃতি বিজড়িত ছবি।