😩 আয়কর রিটার্ন ফাইলিং: এই বছর কার কার “লার্নিং কার্ভ” টা একটু বেশি মনে হচ্ছে?
আয়কর রিটার্ন দাখিলের শেষ সময়টা প্রায় এসেই গেল! 🗓️ গত কয়েকদিন ধরে নতুন অনলাইন প্ল্যাটফর্মে রিটার্ন ফাইল করার চেষ্টা করছি, আর মনে হচ্ছে যেন নতুন একটা সফটওয়্যার শিখছি। পুরো প্রক্রিয়াটিতে একটা বেশ বড়সড় লার্নিং কার্ভ আছে।
আপনারা অনেকেই হয়তো আমার সাথে একমত হবেন যে, প্ল্যাটফর্মটি ইংরেজিতে হওয়ায় অনেক করদাতাদের জন্য পুরো সিস্টেমটি নিয়ে কাজ করা বেশ কষ্টসাধ্য। সরকার যদি অন্তত ইংরেজি/বাংলা উভয় ভাষায় এই সুযোগটি দিত, তবে কর-বান্ধব পরিবেশ তৈরি হতো।
সবচেয়ে কঠিন মনে হচ্ছে বিশাল ডেটার ফর্দ! আয়ের বিস্তারিত বিবরণ চাওয়াটা স্বাভাবিক, কিন্তু ব্যক্তিগত ও পারিবারিক ব্যয়ের পাশাপাশি আপনার পরিসম্পদের এত বিশদ ও বিস্তৃত বিবরণ চাওয়া রিটার্ন দাখিলকে সত্যিই অনেক জটিল করে তুলেছে। মনে হচ্ছে যেন আয়ের না প্রত্যেকটি সম্পদের কড়াই গণ্ডায় হিসাব দিতে হচ্ছে! 🤯
যাই হোক, ট্যাক্স ফাইল করা আমাদের নাগরিক দায়িত্ব। কেউ যদি সহজে দাখিল করার কোনো শর্টকাট বা টিপস পেয়ে থাকেন, দয়া করে নিচে কমেন্টে শেয়ার করুন! সবাই মিলে এই কঠিন কাজটি সহজ করে ফেলি! 💪
Media
Photos
Videos
Audios
Files










